
আমার সম্পর্কে
আমি রেজাউল কবির, একজন পেশাদার সাংবাদিক ও দক্ষ ওয়েব ডেভেলপার। আমার জন্ম পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলায়। শিক্ষাজীবনের সূচনা দক্ষিণ কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর এসএসসি সম্পন্ন করি স্বরুপকাঠি কলেজিয়েট একাডেমি থেকে এবং এইচএসসি সরকারি স্বরুপকাঠি কলেজ থেকে। পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করি ঢাকা কলেজে, সেখান থেকেই অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করি। শিক্ষাজীবনের শুরু থেকেই লেখালেখি ও তথ্য অনুসন্ধানের প্রতি আগ্রহ আমাকে সাংবাদিকতায় টেনে আনে। অনার্স পড়াকালীন দেশের একটি স্বনামধন্য জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করি, যা আজও অব্যাহত রয়েছে। সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও সম্পাদনার মাধ্যমে আমি পেশাদার সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান গড়ে তুলেছি। সাংবাদিকতার পাশাপাশি আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবেও কাজ করছি। ডিজিটাল যুগে নিজেকে প্রযুক্তিসচেতন ও দক্ষ রাখার প্রয়াসে নিয়মিত নতুন প্রযুক্তি, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও টুলস শেখার মাধ্যমে নিজেকে আপডেট রাখছি। আধুনিক ওয়েবসাইট ডেভেলপমেন্টে দক্ষতা অর্জনের ফলে তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় আমি এক নতুন মাত্রা যোগ করেছি। আমি বিশ্বাস করি—সাংবাদিকতা ও প্রযুক্তি, এই দুই ক্ষেত্রের সমন্বয়েই গড়ে উঠেছে আমার পেশাগত পরিচয়। ব্যক্তিগতভাবে আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালিয়ে নতুন জায়গা ঘুরে দেখতে আমার বিশেষ ভালো লাগে।